ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন টাইগার পেস বোলার তাসকিন আহমেদ। এদিন সিরিজ নির্ধারণী ম্যাচে সাউথ আফ্রিকার ব্যাটারদের ক্রিজে থিতু হতে দিচ্ছে না বাংলাদেশি বোলাররা। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন তারা। এতে বিপাকে পড়েছে প্রোটিয়ারা।
সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেটের দেখা পেয়েছেন তাসকিন আহমেদ। আজকের ম্যাচে গতি, নিয়ন্ত্রণ, সুইং, কাটার, বাউন্স, আগ্রাসন, সব মিলিয়ে বিধ্বংসী বোলিং করছেন তিনি। আজ সেঞ্চুরিয়নে আলো ছড়াচ্ছেন তাসকিন, ঝলক দেখালেন আরেকবার।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেন তাসকিন। ২০১৪ সালের ১৭ জুন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনি এই কীর্তি গড়েছিলেন।
আজ সেঞ্চুরিয়নে শুরুতেই বাংলাদেশের উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। তার বলে মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন কুইন্টন ডি কক।
এরপর জানেমান মালান কাইল ভেরেন্নিকে সাথে নিয়ে জুটি লম্বা করার চেষ্টা করেন। তবে তাসকিন আহমেদ তাকেও থিতু হতে দেননি। ১৬ বলে ৯ রান করে ফিরেছেন ভেরেন্নি। ৩৯ রানে মালানকেও ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ১১ বলে দুই রান করে সাকিব আল হাসানে বলে আউট হয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা।
এরপর আবার তাসকিনের শিকার হন ডোয়াইন প্রিটোরিয়াস। তিনি ২৯ বল খেলে ব্যক্তিগত ২০ রানে উইকেটে পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন। এছাড়াও ডেভিড মিলার ও রাবাদা দুই জনই তাসকিনের শিকার হন। তারা দু’জনই উইকেটের পেছনে মুশফিকের হাতে ধরা পড়েন।
তবে এর মধ্যে উদযাপন করতে গিয়ে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম। তার বদলে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন লিটন দাস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ১৪২ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে প্রোটিয়ারা।
বিডি প্রতিদিন/আবু জাফর