সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন বাংলাদেশের বোলিং তোপের মুখে মাত্র ৩৭ ওভার খেলে ১৫৪ রান সংগ্রহ করেন প্রোটিয়ারা।
সাউথ আফ্রিকার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে বাংলাদেশি পেস বোলার তাসকিন আহমেদ ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন। এদিন প্রোটিয়া ব্যাটারদের ক্রিজে থিতু হতে দেননি বাংলাদেশি বোলাররা। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন তারা। এতে মাত্র ১৫৪ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।
এই মাঠে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী বাংলাদেশ দল আগে ব্যাটে নেমে ৩১৪ রান সংগ্রহ করে। সেদিন তামিম ইকবালের দল প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৮ রানের বিশাল জয় তুলে নিয়েছিল। সেখানে আজ মাত্র ১৫৪ রানেই সাউথ আফ্রিকাকে থামিয়ে দিয়েছে টাইগাররা।
এদিন গতি, নিয়ন্ত্রণ, সুইং, কাটার, বাউন্স, আগ্রাসন, সব মিলিয়ে বিধ্বংসী বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। তিনি একে একে ফিরিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাইল ভেরেন্নি (৯), জানেমান মালান (৩৯), ডোয়াইন প্রিটোরিয়াস (২০), ডেভিড মিলার (১৬) ও রাবাদাকে (৪)।
এরপর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা ও লুঙ্গি এনগিডি। মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম এদিন একটি করে উইকেট পেয়েছেন।
সাউথ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন জানেমান মালান। তিনি করেন ব্যক্তিগত ৩৯ রান। এরপর দলটির কোনো ব্যাটার ঠিক মতো ক্রিজে থিতু হতে পারেননি। প্রায় সবাই নিয়মিত বিরতিতে আউট হয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর