টাইগার অধিনায়ক তামিম ইকবাল ক্যারিয়ারের ৫২তম অর্ধশতকের দেখা পেয়েছেন। একই সাথে সাউথ আফ্রিকার বিপক্ষে এটি তামিমের তৃতীয় অর্ধশতক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম ব্যক্তিগত ৭১ রানে ক্রিজে রয়েছেন।
অপরপ্রান্তে তামিমকে ভালো সঙ্গ দিচ্ছেন আরেক উদ্বোধনী ব্যাটার লিটন দাস। তিনি ব্যক্তিগত ৩০ রানে ব্যাট করছেন।
এর আগে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ধীরে ধীরে জয়ের পথে এগিয়ে যাচ্ছে টাইগাররা। সেঞ্চুরিয়নে কোনো উইকেট না হারিয়ে ১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ১০৩।
বিডি প্রতিদিন/আবু জাফর