দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। রাবাদার করা ২৬তম ওভারের তৃতীয় বল। কাট করে পয়েন্টে বাউন্ডারির বাইরে পাঠালেন সাকিব আল হাসান। বাংলাদেশ নাম লেখায় ইতিহাসের পাতায়। ৯ উইকেটের বিশাল জয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এটি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২০০তম জয়। আর এই ম্যাচে ব্যাটে বলে দুর্দান্ত এক বাংলাদেশ দলের দেখা মিলেছে।
সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডেতে জয়ের পর ওয়ান্ডারার্সে বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে। তবে সেঞ্চুরিয়নে ফেলে দাপুটে পারফরম্যান্স দেখাল তামিম ইকবালের দল।
মূল কাজটা বাংলাদেশ করে রেখেছিল বোলিংয়েই। তাসকিন আহমেদের ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে আটকে রেখেছিল নাগালের মধ্যেই। তামিম-লিটনের ব্যাটিংয়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে লড়াইয়ের সুযোগও দেয়নি।
এ সফরের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। আজ বাংলাদেশ সিরিজ জিতল ২-১ ব্যবধানে।
বিডি প্রতিদিন/আরাফাত