আইপিএল-১৫ তম আসরের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে আগামী ২৬ মার্চ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে ম্যাচটি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের জন্য তৈরি। আইপিএলের একাধিক ম্যাচে বোলারদের দাপট দেখা গেছে। তা সেটি ভারতের মাটি হোক আর বিদেশের মাটি। এক এক বোলারের দাপটে পুরো ম্যাচের মোড় ঘুরে যায়। পাওয়ার প্লে-তে আটোসাঁটো বোলিং বা ডেথ ওভারে টান টান উত্তেজনা নিয়ে বোলিংয়ে একাধিক বোলারদের জুড়ি মেলা ভার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আবার একটা নতুন মৌসুম শুরু হতে চলেছে। যেখানে বিশেষ নজর রাখতে হবে যে পাঁচ বোলারদের ওপর তাঁরা হলেন-
১) জাশপ্রীত বুমরাহ
মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র জাশপ্রীত বুমরাহ। এবারের মেগা নিলামের আগে বুমরাহকে রিটেইন করে রেখেছিল রোহিত শর্মার দল। ২০১৩ সালে মুম্বাইয়ের জার্সিতে আইপিএলে আত্মপ্রকাশ করার পর এখন পর্যন্ত ১০৬টি ম্যাচে খেলে ১৩০ টি উইকেট নিয়েছেন বুমরাহ। আসন্ন আইপিএলে বিশেষ নজর থাকবে এই ভারতীয় তারকা পেসারের ওপর।
২) প্যাট কামিন্স
কলকাতা নাইট রাইডার্সের হয়ে গতবারের আইপিএলে খেলেছিলেন প্যাট কামিন্স। এবারের আইপিএলেও অজি টেস্ট দলের অধিনায়ক কামিন্সকে দেখা যাবে নাইট জার্সিতে। শাহরুখ খানের দল ৭ কোটি ২৫ লাখ টাকায় কামিন্সকে দলে ফিরিয়েছে। অজি তারকা পেসারের দিকে আসন্ন আইপিএলে বিশেষ নজর থাকবে।
৩) হর্ষল প্যাটেল
গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের জার্সিতে খেলেছিলেন হর্ষল প্যাটেল। আসন্ন মৌসুমেও তিনি আরসিবির জার্সিতে খেলবেন। মেগা নিলামের মঞ্চ থেকে ১০ কোটি ৭৫ লাখ টাকায় হর্ষলকে দলে ফিরিয়েছে আরসিবি। গত মৌসুমে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে পার্পল ক্যাপের মালিক হয়েছিলেন হর্ষল। তাই এবার বিশেষ নজর থাকবে হর্ষলের ওপর।
৪) রশিদ খান
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার ক্রিকেট বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে একজন। গত মৌসুমে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন। এবারের আইপিএলে আফগান তারকা স্পিনার রশিদকে দেখা যাবে আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্সের জার্সিতে। হার্দিক পান্ডিয়ার দল মেগা নিলামের আগে ১৫ কোটি টাকা দিয়ে বেছে নিয়েছিল রশিদকে। এখনও পর্যন্ত আইপিএলের ৭৬টি ম্যাচে খেলে ৯৩টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ২২২ রান।
৫) কাগিসো রাবাদা
দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। এবার রাবাডাকে দেখা যাবে পাঞ্জাব কিংসের জার্সিতে। ৯ কোটি ২৫ লাখ টাকা দিয়ে আইপিএল ২০২২ এর মেগা নিলাম থেকে রাবাদাকে কিনেছে প্রীতির দল। এখনও পর্যন্ত ৫০টি আইপিএল ম্যাচে খেলে ৭৬টি উইকেট নিয়েছেন এই প্রোটিয়া পেসার। যাক মধ্যে ৪ বার ৪টি করে উইকেটও নিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ