বগুড়ায় ১০ দলের অংশগ্রহণে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ৯টায় খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউল হক।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, কোষাধ্যক্ষ শামীম কামাল শামীম, সদস্য আল রাজী জুয়েল, ইমদাদুল হক রতন, জামিলুর রহমান জামিল, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আলেয়া খাতুন, দিলরুবা সুইট, গোলাম রব্বানী, আরিফুল ইসলাম।
এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী খেলায় অংশ নিয়েছে রহমান নগর ক্রিকেট ক্লাব বনাম নিউ মুন স্টার ক্লাব।
লিগে দুটি গ্রুপে ১০টি দল অংশ নিচ্ছে। এসব দলের মধ্যে এ-গ্রুপে রয়েছে- রহমান নগর ক্রিকেট ক্লাব, নিউ মুন স্টার ক্লাব, আলেয়া পোল্ট্রি ফার্ম ক্রিকেট ক্লাব, মেঘদ্বীপ ক্রীড়া চক্র, জলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব।
আর বি-গ্রুপে রয়েছে- স্পোর্টস জোন, গুঞ্জন গ্রুপ স্পোর্টিং ক্লাব, মেঘদূত সংঘ, শহীদ তারেক সংঘ ও জেসন বিপুল স্মৃতি সংঘ।
এবারের লিগে জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরা অংশ করবেন। প্রতিটি দল তাদের একাদশে তিনজন জেলার বাইরে দেশি বা বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, বগুড়া বাংলাদেশ ক্রিকেট দলের অনেকটা অংশ দখল করে আছে। বগুড়ার মুশফিক, শফিউল, তামিম, হৃদয়, রিয়ালরা দেশ ছাড়াও দেশের বাইরেও নিজেদের অবস্থানের জানান দিয়েছেন। করোনাকালে খেলাধুলা কিছুটা ঝিমিয়ে পড়েছিল। আবার খেলার মাঠগুলোয় প্রাণের সঞ্চার ঘটছে। এধরনের লিগ আরও বেশি বেশি অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। এতে করে জেলা পর্যায় থেকে জাতীয় মানের খেলোয়াড় বের হয়ে আসবে। বিশ্ব আসরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে তুলে ধরবে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের বরাদ্দ দিয়েছে। ক্রীড়াকে শক্তিশালী করতে সকলে মিলে চেষ্টা করে যেতে হবে। সময়ের সাথে দেশ এগিয়ে যাচ্ছে। তাই আমাদের সকলকে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।
বিডি প্রতিদিন/কালাম