নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েলিংটনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ক্যারিবীয় মেয়েরা টস জিতে অজিদের ব্যাটিংয়ে পাঠায়।
৩০৫ রানের পাহাড় গড়ে সুবিধার বদলে অজিরা ক্যারিবীয়দের বিপদে ফেলে। এই টার্গেট টপকাতে গিয়ে ৩৭ ওভারে ১৪৮ রানেই থেমেছে ক্যারিবীয়রা। ১৫৭ রানের বড় ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।
অ্যালিসা হিলির অনবদ্য শতরানে বিনা উইকেটেই ২১৬ রান তোলে অস্ট্রেলিয়া। ১০৭ বলে ১৭ চার আর ১ ছক্কায় ১২৯ করেন হিলি। আরেক ওপেনার র্যাচেল হেইনেস ১০০ বলে ৮৫ করেন। অধিনায়ক মেগ ল্যানিংয়ের ২৬ আর বেথ মুনির ৪৩ রানে ৪৫ ওভারে ৩ উইকেটে ৩০৫ রান তোলে অস্ট্রেলিয়।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩৭ ওভারে ১৪৮ রানে গুটিয়ে গেছে।
বিডি প্রতিদিন/নাজমুল