আবুজার স্টেডিয়ামে ঘানার কাছে ১-১ গোলে ড্র করে হোম অ্যান্ড অ্যাওয়ে গোলের হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে নাইজেরিয়া। ঘরের মাঠে সুপার ঈগলদের এমন হার মেনে নিতে পারেনি নাইজেরিয়া সমর্থকরা। ক্ষুব্ধ হয়ে তারা ম্যাচের শেষ বাঁশি বাজার পরই স্টেডিয়ামে হামলে পড়ে। ফুটবলারদের দিকে নানা বস্তুও ছুড়েছেন তারা।
ভিডিও সংগৃহীত
কেউ আবার ফুটবলারদের মাঠ ছাড়ার টানেলে ঢুকে পড়েছেন। কেউ হামলা করেছেন ডাগআউটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে।
ভিডিও সংগৃহীত
শুধু নাইজেরিয়া নয় এবার ইতালি, মিশরের মতো অনেক বড় দেশও কাতার বিশ্বকাপরে টিকেট হাতছাড়া করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল