ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (আইপিএল) ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। দরকার ছিল ১টি উইকেট। লখনউ সুপার জায়ান্টসের দীপক হুডাকে সাজঘরে ফেরানো মাত্রই ইতিহাস গড়েন ব্রাভো। এই ম্যাচের পরে ব্রাভোর আইপিএল উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭১।
মালিঙ্গা আইপিএলের ১২২টি ম্যাচে ১৭০টি উইকেট নিয়েছেন। ব্রাভো কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর উদ্বোধনী ম্যাচে ৩টি উইকেট নিয়ে মালিঙ্গাকে ছুঁয়ে ফেলেন। এবার লখনউয়ের বিরুদ্ধে একটি উইকেট নিয়ে শ্রীলঙ্কান তারকাকে পিছনে ফেলে দেন তিনি। ব্র্যাভো ১৫৩ ম্যাচে মাঠে নেমে মালিঙ্গার রেকর্ড ভাঙলেন। আপাতত মালিঙ্গা চলে গেলেন তালিকার দ্বিতীয় স্থানে।
ইন্ডিয়ান প্রিমিয়র লিগে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় তিন নম্বরে চলে গেলেন অমিত মিশ্র। তিনি ১৫৪ ম্যাচে ১৬৬টি উইকেট নিয়েছেন।
এছাড়া বর্তমানে চতুর্থ স্থানে রয়েছেন পীযূষ চাওলা । ১৬৫টি ম্যাচে তার ঝুলিতে রয়েছে ১৫৭টি উইকেট।
আর ভারতের তারকা ক্রিকেটার হরভজন সিং আপাতত রয়েছেন সার্বিক তালিকার পাঁচ নম্বরে। ১৬৩ ম্যাচে ১৫০টি উইকেট নিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/কালাম