কাতার ফুটবল বিশ্বকাপের ড্র’র আসর শুরু হয়ে গেছে। এরই মধ্যে সঞ্চালকরাও চলে এসেছেন মঞ্চে। সঞ্চালনার দায়িত্বে আছে ইদ্রিস আলবা ও রেশমিন চৌধুরী।
কাতারের আমিরও চলে এসেছেন ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে। ১৯৮৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে জায়গা পেয়েছে কানাডা।
যেভাবে হবে ড্র। যে পাত্রে আছে যে দল...
১. কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগাল।
২. মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ক্রোয়েশিয়া।
৩. সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও তিউনিসিয়া।
৪. ক্যামেরুন, কানাডা, ইকুয়েডর, সৌদি আরব, ঘানা, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন, কোস্টারিকা/নিউজিল্যান্ড, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।