১৬ মে, ২০২২ ১২:৩১

নাঈমের জোড়া আঘাতে টাইগার শিবিরে স্বস্তি

অনলাইন ডেস্ক

নাঈমের জোড়া আঘাতে টাইগার শিবিরে স্বস্তি

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সোমবার (১৬ মে) মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। স্বাগতিকদের চাওয়া তাদের দ্রুত অলআউট করে ৪০০ রানের নীচে আটকে দেওয়া। আর লঙ্কানদের লক্ষ্য ৫০০ এর বেশি রান করা।

দ্বিতীয় দিনের প্রথম সফলতা এসেছে নাঈম হাসানের হাত ধরে। প্রথম দিনের প্রথম সেশনেও দুই উইকেট নিয়েছিলেন এই অফ-স্পিনার। আজও শুরুটা করলেন চট্টগ্রামের লোকাল বয়। মধ্যাহ্ন বিরতির আগে এক ওভারেই নিয়েছেন দুই উইকেট।

দীনেশ চান্ডিমাল আর অ্যাঞ্জেলো ম্যাথুসের জুটিটা বেশ ভয়ংকর হয়ে উঠছিল। প্রথম দিনে এই জুটি থেকে এসেছিল ৭৫ রান। আজও দ্রুত রান তুলছিলেন দুজনে। ফিফটি পূর্ণ করেন চান্ডিমাল। অবশেষে চান্ডিমালের ৫৪ রানে ফেরায় ভেঙেছে ১৩৬ রানের জুটি।

লেগ বিফোর হওয়া বাহাতি ব্যাটার চান্ডিমালকে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন তিনি। তবে রিভিউতে দেখা যায় ব্যাটে-বলে সংযুক্তি হয়নি।

একই ওভারে আবারও আঘাত নাঈমের। নতুন ব্যাটার নিরশন ডিকভেলাকে পঞ্চম বলে বোল্ড করে ফেরান সাজঘরে। ডিকভেলা করতে পারেননি ৩ রানের বেশি।

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। ৬ উইকেটের ৪টি উইকেট নিয়েছেন নাঈম। ১৪৭ রানে অপরাজিত আছেন ম্যাথুস।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর