১৭ মে, ২০২২ ১২:৪০

তামিম-জয়ের ব্যাটে সেশনটা বাংলাদেশের

অনলাইন ডেস্ক

তামিম-জয়ের ব্যাটে সেশনটা বাংলাদেশের

চট্টগ্রামের টেস্টের দ্বিতীয় দিনের শেষ ও তৃতীয় দিনের শুরু, দুটোকেই এক বিন্দুতে মিলিয়ে দিলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন দুজনেই।

আজ দুজনেই ফিফটির দেখা পেয়েছেন। তামিম ছুটছেন সেঞ্চুরির দিকে। সবমিলিয়ে দুজনের ব্যাটে প্রথম সেশনে বিনা উইকেটে ৮১ রান তুলেছে বাংলাদেশ।

দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ বিনা উইকেটে ১৫৭ রান। ৮৯ রানে তামিম এবং ৫৮ রানে অপরাজিত আছেন জয়। এখনও শ্রীলঙ্কার চেয়ে ২৪০ রানে পিছিয়ে স্বাগতিকরা।

আজ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। সকালে ব্যাট করতে নামার সময় ফিফটি থেকে ১১ রান দূরে ছিলেন বাংলাদেশের ওপেনার তামিম। তবে ক্যারিয়ারের ৩২তম টেস্ট ফিফটি তুলে নিতে খুব বেশি সময় লাগেনি তার। দিনের পঞ্চম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ৭৩ বলে ফিফটির দেখা পেয়েছেন এই বাঁহাতি।

তামিমের ফিফটির পর কিছুটা গুঁটিয়ে যান জয়। রানের গতিও কমে আসে কিছুটা। তবে সময় বেশি নিলেও ঠিকই ফিফটির দেখা পান ডানহাতি ওপেনার। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিতে তিনি খেলেন ১১০ বল, বাউন্ডারি হাঁকান ৮টি। অন্য প্রান্তে তামিম ছুটতে থাকেন ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরির দিকে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর