শ্রীলঙ্কার ৩৯৭ রান টপকে গেল টাইগররা। মধ্যাহ্ন বিরতির পর ফিরেই ছন্দপতন হয়েছিল, পরে মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে এগিয়ে বাংলাদেশ। যদিও ১৪৭তম ওভারে ধৈর্য হারালেন সাকিব আল হাসান। তার ব্যাটে বল লেগে পেছনে নিরোশান ডিকবেলার গ্লাভসে। ৭৩ বলে ৩৬ রানের জুটি ভেঙে গেল। সাকিব করেছেন ২৫ রান। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গে নতুন ব্যাটসম্যান নাঈম হাসান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪২৫ রান। মুশফিকের ব্যক্তিগত সংগ্রহ ৯৭ রান। এর আগে, অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের লড়াকু ইনিংসে চড়ে প্রথম ইনিংসে ৩৯৭ রানের পাহাড় গড়ছিল শ্রীলঙ্কা। ১৫ মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চারশ ছোঁয়ার আগে বেঁধে ফেলতে অবদান রেখেছিলেন অফ স্পিনার নাঈম হাসান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিমের শতক ও জয়-লিটন-মুশফিকের ব্যাটে শ্রীলঙ্কার সংগ্রহ টপকে গিয়ে এখন বড় লিডের স্বপ্ন দেখছে।
বিডি-প্রতিদিন/শফিক