মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে আজ ছুঁয়েছেন পাঁচ হাজার রানের মাইলফলক। একই দিনে তিনি তুলে নিয়েছেন অষ্টম টেস্ট সেঞ্চুরি।
ঠিক তার পরপরই মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল মন্ডি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে মুশফিককে অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করেছেন। যেখানে মুশফিকের বিদায় ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি।
মুশফিকুর রহিম দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলছেন। কখনো সেভাবে দলে তার জায়গা নিয়ে খুব একটা প্রশ্ন উঠেনি। তবে সম্প্রতি নির্দিষ্ট একটি ফরম্যাট থেকে মুশফিকের বিদায়ের কথা শোনা যাচ্ছিল জোরেশোরে। ওই পালে যেন হাওয়া লাগালেন তার স্ত্রী জান্নাতুল মন্ডি।
তিনি ইন্সটাগ্রাম লেখেন, ‘আমরা হাসি মুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ। তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হতো!’
গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ওই ফরম্যাটে দলে জায়গা হারিয়েছিলেন মুশফিক। যদিও পরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তিনি দলে ফিরেছিলেন। কিন্তু সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ‘সিনিয়রদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত’ মন্তব্যের পর জল্পনা বাড়ে। এখন মুশফিকের স্ত্রীর স্ট্যাটাসে সেটা আরও জোরালো হলো।
বিডি প্রতিদিন/এমআই