১৯ মে, ২০২২ ০০:৫৯

রিভার্স সুইপ নিয়ে ‘অন্যরকম’ বার্তা দিলেন মুশফিক

অনলাইন ডেস্ক

রিভার্স সুইপ নিয়ে ‘অন্যরকম’ বার্তা দিলেন মুশফিক

টেস্ট শুরুর আগে মুশফিকুর রহিমের রিভার্স সুইপ ও সুইপ নিয়ে কথা বলেছিলেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে যে বলে আউট হয়েছেন মুশফিক, সেটা ছিল লেগ স্ট্যাম্পের অনেক বাইরের একটি বল। ল্যাসিথ এম্বুলদুনিয়ার বলটিকে তিনি রক্ষণাত্মক ভঙ্গীতে খেলতে পারতেন। কিন্তু সুইপ খেলে বলের লাইন মিস করেন। তিন অংকের জাদুকরি ইনিংসটি যদি না খেলতেন, তাহলে হয়তো সমালোচনায় বিদ্ধ হতেন টাইগারদের হয়ে গত ১৭ বছর টেস্ট খেলা মুশফিক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১০৫ রানের ইনিংসটি খেলার পথে বেশ কয়েকটি মাইলফলক গড়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক গড়েছেন মুশফিক। শুধু তাই নয়, ৮১ টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির ইনিংসটি তার সবচেয়ে ধীরলয়ের ইনিংস। ৪৪৯ মিনিট ক্রিজে থেকে ২৮২ বল খেলে ১০৫ রান করেছেন মুশফিকুর রহিম।

দীর্ঘদিন পর গণমাধ্যমের মুখোমুখি হওয়ায় স্বাভাবিকভাবেই তার রিভার্স সুইপ নিয়ে প্রশ্ন উঠত। একটু দেরীতে হওয়ায় মুশফিক নিজেও যেন অবাক, ‘আমি তো ভেবেছিলাম প্রথম প্রশ্নই এটা হবে যে - সুইপ শট খেলে আউট হলেন (হাসি)।’ 

‘আর, একটা জিনিস বলি, আমার দুটি ডাবল সেঞ্চুরিতে রিভার্স শট সফলভাবে খেলেছি। এটা আমি একটু বলে রাখতে চাই। ওই দুটো ডাবল সেঞ্চুরির ভিডিও যদি কারও কাছে থাকে দেখবেন ওই দুটো দুইশোতে তিন চারটা রিভার্স সুইপ করা আছে। নিশ্চিতভাবে আমি মনে করি এটা আমার খুব পছন্দের শট, একই সঙ্গে হাই রিস্ক শটও। তবুও আমি ভবিষ্যতে এই শট খেলা থেকে বিরত থাকব না।’ 

চট্টগ্রামে মুশফিক নিজের ম্যারাথন ইনিংস সাজানোর পথে কোনো রিভার্স সুইপ খেলেননি। তবে সুইপ খেলেছেন অহরহ। আবার আউট হয়েছেন সুইপ খেলতে গিয়ে। রিভার্স সুইপ নিয়ে মুশফিকের ব্যাখ্যা,‘এটা ডিপেন্ড করে উইকেট কেমন তার ওপর। যেসব উইকেটে ডিফেন্স করে টিকতে পারবেন সেখানে তো আর অন্য শট খেলার কোনো প্রশ্নই উঠে না। আর আমি মনে করি এটা খুব ভালো উইকেট এবং ব্যাটিং বান্ধব উইকেট। এখানে যদি ডিফেন্স ভালো করেন তাহলে স্ট্রেইট ব্যাটে ভাল খেলা যায়, অন্যান্য শট দরকার হয় না।’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর