২৫ মে, ২০২২ ১৬:২১

বৃষ্টির বাধা শেষে খেলা শুরু

অনলাইন ডেস্ক

বৃষ্টির বাধা শেষে খেলা শুরু

সিরিজের শেষ টেস্টে বৃষ্টির কারণে প্রায় তিন ঘণ্টার পর তৃতীয় সেশনের খেলা শুরু হয়েছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৫ এবং ধনঞ্জয়া ডি সিলভা ৩০ রান নিয়ে আবারও ব্যাটিংয়ে নামেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হয় খেলা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২১১ রান।

এর আগে দুপুর ১২টায় প্রথম সেশনের শেষ ওভারে সাকিব বোলিংয়ে এসে একটি বল করলে মিরপুরে শুরু হয় বৃষ্টি। ফলে ৫ বল আগেই মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা দেন আম্পায়াররা। এতে তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ২১০ রান নিয়ে বিরতিতে গেছে লঙ্কানরা।

এর আগে দিনের দ্বিতীয় বলেই উইকেট তুলে নিয়েছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। লঙ্কান ব্যাটসম্যান কাসুন রাজিথাকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান তরুণ তিনি। এরপরই অধিনায়ক করুনারত্নের সঙ্গে দলের হাল ধরেন ম্যাথিউস। তবে বেশিক্ষণ টেকেনি সেই জুটি। সাকিবের ঘূর্ণিতে ঘায়েল হন লঙ্কান অধিনায়ক।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর