২৯ মে, ২০২২ ০১:০০

শিরোপার লড়াইয়ে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-লিভারপুল

অনলাইন ডেস্ক

শিরোপার লড়াইয়ে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-লিভারপুল

প্যারিসে বাংলাদেশ সময় রাত ১টা ১৫ মিনিটে মহারণে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। রিয়াল জিতলে সেটি হবে তাদের ১৪তম শিরোপা অন্যদিকি লিভারপুল জয়ী হলে এটা হবে তাদের  ৭ম চ্যাম্পিয়নস লিগ জয়। 

রিয়াল আজ প্রায় দুই ঘন্টা আগেই দল ঘোষণা করেছে। লিভারপুল ঘোষণা করেছে কিছুক্ষণ আগে।

দুই দলে চমক নেই। লিভারপুলের দুই মিডফিল্ডার থিয়াগো আলকানতারা ও ফাবিনিও খেলছেন। ৪-৩-৩ ছকে মাঝমাঠের তিনে এ দুজনের সঙ্গী লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন।

লিভারপুল সমর্থকদের বড় ভাবনার বিষয় ছিল রক্ষণে ভার্জিল ফন ডাইকের সঙ্গী কে হবেন, জোয়েল মাতিপ না ইব্রাহিমা কোনাতে। শেষ পর্যন্ত কোনাতেকেই একাদশে রেখেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। আক্রমণে সাদিও মানে ও মোহাম্মদ সালাহর সঙ্গী হিসেবে রবার্তো ফিরমিনো নয়, লুইস দিয়াজকেই বেছে নিয়েছে লিভারপুল।

রিয়াল মাদ্রিদের একাদশে শুধু রদ্রিগোর জায়গা হয় কি না, সেটিই দেখার ছিল। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ দুই মিনিটে দুই গোল করে রিয়ালের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে বাদ দিয়েই একাদশ গড়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল একাদশ
কোর্তোয়া, কারভাহাল, মিলিতাও, আলাবা, কাসেমিরো, ক্রুস, মদরিচ, ভালভার্দে, ভিনিসিয়ুস, বেনজেমা।

লিভারপুল একাদশ
আলিসন, আলেক্সান্ডার-আরনল্ড, কোনাতে, ফন ডাইক, রবার্টসন, ফাবিনিও, হেন্ডারসন, থিয়াগো, দিয়াজ, সালাহ, মানে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর