লর্ডসে প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন।
গোড়ালির সমস্যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩.৫ ওভার বল করেন ডি গ্র্যান্ডহোম। পরে স্ক্যানে তার প্ল্যান্টার ফ্যাস্কিয়ায় চিড় ধরা পড়ে। কোচ গ্যারি স্টিড নিশ্চিত করেছেন, ৩৫ বছর বয়সী অলরাউন্ডারের সুস্থ হতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় প্রয়োজন।
এক বিবৃতিতে প্রধান কোচ বলেছেন, ‘সিরিজের শুরুতে কলিনের এই ইনজুরিতে পড়া সত্যিই দুঃখজনক। সে আমাদের টেস্ট দলের একটি বিরাট অংশ এবং আমরা তাকে খুব মিস করবো।’
ডি গ্র্যান্ডহোমের স্থলাভিষিক্ত হবেন আরেক অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। হেনরি নিকলসের কভার হিসেবে প্রথম টেস্টে স্কোয়াডে ছিলেন তিনি।
শুক্রবার ট্রেন্ট ব্রিজে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ