উয়েফা নেশন্স লিগের ম্যাচ দেখতে জার্মানিতে আসা ৮ ইংলিশ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। ‘নাজি স্যালুট’ ও হোটেল রুমের ক্ষয়ক্ষতি করায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মিউনিখ পুলিশ। খবর ডয়েচে ভেলে'র।
আটজনের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে নাজি স্যালুটের কারণে। আরেকজন তার হোটেল রুমের প্রায় দুই হাজার ইউরো ক্ষয়ক্ষতি করেছেন। পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়ানোয় বাকি চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মিউনিখ পুলিশ।
এছাড়া মিউনিখের রাস্তায় অসংলগ্ন আচরণ করায় জরিমানা করা হয়েছে বেশকিছু ইংলিশ সমর্থককে। তবে দুইজন সমর্থক জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের জেলা জজের আদালতে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল