প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে যায়, ৬ ব্যাটার ডাক মেরে ফেরেন সাজঘরে। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকবে সাকিব আল হাসানের দলের।
তবে এর আগেই ক্যারিবীয়ানদের অভিজ্ঞ পেসার কেমার রোচ জানিয়ে দিয়েছেন, সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের উইকেটে অনেক কিছু থাকবে পেসারদের জন্য।
রোচ বলেছেন, ‘এটা ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা উইকেট। পেসারদের জন্য অনেক কিছু আছে এখানে। আমি এখনও উইকেটে যাইনি, তাই জানি না। আশা করি কাল প্র্যাক্টিসে উইকেট দেখবো। সাধারণভাবে এটা ক্যারিবীয়ানে পেসারদের জন্য অন্যতম সেরা উইকেট।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ