পর্তুগিজ ফুটবলে সামর্থ্যের ঝলক দেখানো ফাবিও ভিয়েরার সামনে এবার ইংলিশ ফুটবলে নিজেকে মেলে ধরার পালা। দীর্ঘ মেয়াদের চুক্তিতে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে পোর্তো থেকে দলে টেনেছে উত্তর লন্ডনের ক্লাব আর্সেনাল।
প্রিমিয়ার লিগের ক্লাবটি এক বিবৃতিতে ভিয়েরাকে দলে টানার কথা জানায়। তবে চুক্তির মেয়াদ উল্লেখ করেনি তারা। গত সপ্তাহে পোর্তো জানিয়েছিল, ভিয়েরার দলবদল বিষয়ে আর্সেনালের সঙ্গে ৪ কোটি ইউরোর চুক্তিতে সম্মত হয়েছে তারা। ইংলিশ ক্লাবটি প্রাথমিকভাবে ৩ কোটি ৫০ লাখ ইউরো দেবে। বাকি ৫০ লাখ ইউরো নির্ভর করবে আর্সেনালে ভিয়েরার অর্জনের ওপর।
গত মৌসুমে পোর্তোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ খেলেন ভিয়েরা। নিজে সাত গোল করার সঙ্গে সতীর্থদের দিয়ে করান ১৬ গোল। মৌসুমে লিগ ও কাপ মিলে ‘ডাবল’ জয় করে পোর্তো। ২২ বছর বয়সী ভিয়েরা পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়েও খেলেছেন। ২১ ম্যাচে যেখানে তার গোল ১৩টি।
এই তরুণকে দলে পেয়ে ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি বলেন, ফাবিও খুবই সৃজনশীল খেলোয়াড়, যে আমাদের আক্রমণাত্মক খেলার মান বাড়াবে এবং দলে বৈচিত্র আনবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ