শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তান টেস্ট দলে ফিরেছেন ৩৬ বছর বয়সী লেগ স্পিনার ইয়াসির শাহ। দুই টেস্টের সিরিজের জন্য বুধবার (২২ জুন) ১৮ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও। চোটের করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল তাকে। ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনিং অলরাউন্ডার সালমান আলি আগা। জাতীয় দলে তিনি প্রথমবার ডাক পান গত বছর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে।
ইয়াসির সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের অগাস্টে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। ওই বছর পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সময় বুড়ো আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি। খেলতে পারেননি পাকিস্তানের সবশেষ দুটি টেস্ট সিরিজে, বাংলাদেশ সফরের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
শ্রীলঙ্কা সফর সামনে রেখে আগামী শনিবার থেকে রাওয়ালপিন্ডিতে সাত দিনের প্রস্তুতি কাম্প করবে পাকিস্তান। ৬ জুলাই তারা শ্রীলঙ্কায় উড়াল দেবে। গলে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুলাই। কলম্বোর আর প্রেমাদাসায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুলাই থেকে।
পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটকিপার), আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ