নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানে ৭৩ বছরের ইতিহাস ভেঙে দিয়েছেন ড্যারিল মিচেল।
হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে শুক্রবার ১০৯ রান সংগ্রহের মাধ্যমে এই রেকর্ড গড়েন তিনি।
লিচকে ছক্কায় উড়িয়ে ২১৩ বলে সেঞ্চুরি পুর্ণ করেন মিচেল। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দেশের বাইরে তিন ম্যাচ সিরিজের প্রতিটি টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। এই সেঞ্চুরির সুবাদে তিন ম্যাচের সিরিজে তার সংগ্রহ দাঁড়িয়েছে ৪৮২ রান। যেটি ১৯৪৯ সালে মার্টিন ডোনেলির সংগ্রহের চেয়ে ২০ রান বেশী।
৩১ বছর বয়সি মিচেলের নিজের সংগ্রহ শালাকে আরো সমৃদ্ধ করার সুযোগ এখনো আছে। যদি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয় কিউইদের। এই নিয়ে নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিন টেস্টেই সেঞ্চুরি করলেন তিনি।
এর আগে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ১০৮ রান করেছিলেন মিচেল। ট্রেন্টব্রিজে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ১৯০ রান সংগ্রহ করেন তিনি। সর্বশেষ সেঞ্চুরিটি তাকে পৌঁছে দিয়েছে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের কাতারে।
১৯৩০ সালে অস্ট্রেলিয়ার ডোনাল্ড ব্র্যাডম্যানের পর মিচেল হচ্ছেন দ্বিতীয় কোন বিদেশী ব্যাটার যিনি ইংল্যান্ডের মাটিতে কোন টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচেই পরপর সেঞ্চুরি হাকালেন।
মিচেলের নজরকাড়া পারফর্মেন্স সত্ত্বেও সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে গেছে বিশ্ব টেস্টের চ্যাম্পিয়নরা। ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
শুক্রবার ২১৩ বলে সেঞ্চুরি হাকানো মিচেল জ্যাক লিচের বলে বেন স্টোকের হাতে ধড়া পড়ে মাঠ ছাড়েন।
টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী:
খেলোয়াড়ের নাম মৌসুম ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ সংগ্রহ গড় ১০০ ৫০
ড্যারিল মিচেল ২০২২ ৩ ৫ ৪৮২ ১৯০ ১২০.৫০ ৩ ১
মার্টিন ডোনেলি ১৯৪৯ ৪ ৬ ৪৬২ ২০৬ ৭৭.০০ ১ ৩
বার্ট সাটক্লিফ ১৯৪৯ ৪ ৭ ৪২৩ ১০১ ৬০.৪২ ১ ৪
মার্টিন ক্রো ১৯৯৪ ৩ ৬ ৩৮০ ১৪২ ৬৩.৩৩ ২ ১
বিডি-প্রতিদিন/বিএইচ