২৫ জুন, ২০২২ ১৭:২৭

ডার্বি কাউন্টির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রুনি

অনলাইন ডেস্ক

ডার্বি কাউন্টির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রুনি

ওয়েইন রুনি।

একদিকে আর্থিক দুরাবস্থা, অন্যদিকে দ্বিতীয় বিভাগ থেকে তৃতীয় বিভাগে নেমে গেছে দল। সত্যিই খুব বাজে সময় যাচ্ছে।ডার্বি কাউন্টির। এবার দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড ওয়েইন রুনি।

ক্লাবের পক্ষ থেকে শুক্রবার (২৪ জুন) রুনির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ১৭ মাস এই দায়িত্ব সামলেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। দলের কঠিন সময়ে রনির এভাবে চলে যাওয়া ক্লাব সমর্থকদের অনেকে হয়তো ভালোভাবে নেবে না। তবে সাবেক ইংলিশ এই তারকা স্ট্রাইকারের মতে, এটাই সঠিক সময়।

তিনি বলেন, আজ প্রশাসকদের সঙ্গে দেখা করে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, বলেছি যে আমার ক্লাব ছাড়ার এটাই সঠিক সময়। তাদের জায়গা থেকে তারা আমার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য খুব চেষ্টা করেছে, কিন্তু আমি সিদ্ধান্তে অটল ছিলাম।

রুনি আরও জানান, আবেগের দিক থেকে এই ক্লাবে আমার সময়টা ভালো-মন্দে কেটেছে, সাফল্য-ব্যর্থতা দুটোই এসেছে। তবে আমাকে বলতেই হবে, চ্যালেঞ্জটা উপভোগ করেছি।

ক্লাবটির হয়ে এক বছর খেলে ২০২১ সালের জানুয়ারিতে দলটির কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। ক্লাবের প্রশাসনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং আর্থিক নিয়ম ভঙ্গের জন্য গত মৌসুমে ২১ পয়েন্ট কাটা যায় ডার্বির। ফলে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লিগ চ্যাম্পিয়নশিপ থেকে অবনমিত হয় দলটি। গত ১৮ মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো যেন আর না ঘটে, বিদায় বেলায় সেই আশা প্রকাশ করলেন এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক সাফল্য পাওয়া এবং ইংল্যান্ডের রেকর্ড গোলদাতা রুনি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর