ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রান করে অলআউট হয়ে যায়। এরপর ব্যাট করতে নেমে দেখে শোনে খেলে শত রানের জুটি গড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার।
আগের দিনটা দারুণ কাটানোর পর দ্বিতীয় দিনের শুরুটাও তারা করেছিলেন সেভাবে। তবে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন পেসার শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও মিরাজ। তাদের দুর্দান্ত বোলিংয়ে চাপে উইন্ডিজ শিবির। তুলে নিয়েছেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট।
দ্বিতীয় দিনে ইনিংসের ২৬তম ওভারের শেষ বলে এসে সাফল্য পায় টাইগাররা। শরিফুলের বাড়তি বাউন্সে করা শর্ট পিচ বল পুল করতে গিয়ে গতির কাছে হার মানেন ক্যাম্পবেল। ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহানের হাতে। ৭৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরেন তিনি। এরপর উন্ডিজ শিবিরে জোড়া আঘাত হানেন খালেদ ও মিরাজ নেন একটি উইকেট।
ব্র্যাথওয়েট ১০৭ বলে ৫১ করে মিরাজের বলে আউট হয় মাঠ ত্যাগ করেন। এছাড়াও রেমন রিফারকে (২২) ও এনক্রোমাহ বোনারকে (০) রানে বোল্ড করেন খালেদ।
সেন্ট লুসিয়া টেস্টে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৩৪ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
বিডি-প্রতিদিন/বিএইচ