ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ধুঁকছে নিউজিল্যান্ড। শনিবার ৩১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে কিউইরা।
এই প্রতিবেদন লেখার সময় তৃতীয় দিনের খেলা চলছিল। নিউজিল্যান্ডের রান ৫ উইকেট হারিয়ে ১৬৮। লিড ১৩৭ রানের।
এর আগে, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ৩২৯ রান। আর প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ৩৬০ রানে বেঁধে ফেলেছে কিউই বোলাররা।
তৃতীয় দিন সকালে ১৩০ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন ইংল্যান্ডের জনি বেয়ারেস্টো। ইনিংসটাকে শেষ পর্যন্ত ১৬২ রানে নিয়ে যান তিনি। আর জেমি ওভারটন ব্যাট করতে নেমেছিলেন ৮৯ রান নিয়ে। কিন্তু তিনিও বেশিদূর যেতে পারেননি। আউট হয়ে যান ৯৭ রানে। ৪২ রান করেন স্টুয়ার্ট ব্রড। শেষ পর্যন্ত ৩৬০ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ট্রেন্ট বোল্ট নেন ৪ উইকেট। টিম সাউদি নেন ৩টি। ২ উইকেট নেন নেইল ওয়াগনার এবং ১ উইকেট নেন মিচেল ব্লান্ডেল।
বিডি প্রতিদিন/এমআই