বৃষ্টির হানায় ২০ ওভারের ম্যাচ নেমেছিল ১২ ওভারে, লক্ষ্য ছিল ১০৯। আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে এই টার্গেট খুব একটা সহজ হওয়ার কথা ছিল না। তবে হার্দিক পান্ডিয়ার ভারত কাজটা খুব একটা কঠিন হতে দেয়নি।
১৬ বল ও ৭ উইকেট হাতে রেখে আইরিশদের হারিয়ে দুই ম্যাচ টি-টোয়েন্টি এগিয়ে গেল ভারত।
ঈশান কিষান ও দীপক হুদা ঝড় দেখেছে ডাবলিন। ২৯ বলে ৪৭ রান করে দীপক হুদা ছিলেন অপরাজিত। আর কিষান ১১ বলে করেছেন ২৬ রান।
সূর্য কুমার যাদব শূন্য রানে ফেরেন। তবে পান্ডিয়া ১২ বলে ২৪ রান করে ভারতের জয়ের পথটা সুগম করে ক্যাপ্টেন পান্ডিয়া। বাকি কাজটা দীনেশ কার্তিককে নিয়ে করেছেন হুদা।
৯.২ ওভারেই আয়ারল্যান্ডের লক্ষ্য ছাড়িয়ে যায় ভারত। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নেওয়া চাহাল হয়েছেন ম্যাচসেরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ সোমবার।
বিডি প্রতিদিন/নাজমুল