নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম, হুট করেই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে উইকেট কিপার ব্যাটার নুরুল ইসলাম সোহানের নাম ঘোষণা। বাংলাদেশের ক্রিকেট বোদ্ধা ও সমর্থকদের একটু ভড়কে দিয়েছে বৈকি। অবশ্য সোহানকে অধিনায়ক করার বিষয়টিও খোলাসা করেছে বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বলছে, তরুণদের বাজিয়ে দেখতে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাই অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও দলে রাখা হয়নি।
এ বিষয়ে আজ সোমবার রাজধানীর একটি হোটেলে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি সাফ জানিয়েছেন বাংলাদেশ ৩-০ তে মানে জিম্বাবুয়ের বিপক্ষে সোহানের নেতৃত্বে হোয়াইটওয়াশ হলেও তিনি হতাশ হবেন না।
এ বিষয়ে সুজন বলেন, ‘আমাদের ওয়ানডে দল আমরা স্পর্শই করতে পারব না, সেখানে পারফরম্যান্স ভালো হচ্ছে। এখানে কোনো পরীক্ষা–নিরীক্ষার অবকাশ নেই। টেস্ট ক্রিকেট, আমি মনে করি অভিজ্ঞদের জায়গা। একটা মাত্র ফরম্যাট, যেখানে নতুন কাউকে দেখতে পারি, সেটা হলো টি-টোয়েন্টি। সত্যি বলতে, জিম্বাবুয়েতে যদি আমরা ৩-০ ব্যবধানে হেরে যাই, তবু আমি বিন্দুমাত্র আপসেট হব না। কারণ, আমি এই চাপ ওদের দিতেই চাই না। আমি চাই ওরা ফ্রিডম নিয়ে খেলুক, ফ্রি হয়ে খেলুক। ওদের বডি ল্যাঙ্গুয়েজ কী আছে, টি-টোয়েন্টি ক্রিকেট আমরা টি-টোয়েন্টির মতো খেলতে পারি কি না, সেটা খুব গুরুত্বপূর্ণ।’
সুজন মনে করেন এভাবেই নতুনদের টি-টোয়েন্টির জন্য যোগ্য করে তুলতে হবে, তৈরি করতে হবে নতুন নেতৃত্ব। তিনি বলেন, ‘এটা তো ব্যাটন। কাউকে না কাউকে তো ব্যাটন নিতেই হবে। তামিম, রিয়াদ, সাকিব, মুশফিক, মাশরাফি আজ (দলে) নেই; এরা তো বাংলাদেশ ক্রিকেটের আইকন। এরা তো সারা জীবন খেলবে না।’
বিডি প্রতিদিন/নাজমুল