নিজের বায়োপিক আসছে, এই ঘোষণা নিজেই দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতার। টুইটারে সেই ঘোষণা দেওয়ার দিনেই ভক্তদের সাথে টুইট আড্ডাও দেন শোয়েব।
আধা ঘণ্টার প্রশ্নোত্তর পর্বের আয়োজনে এক ভক্ত শোয়েবের কাছে আবদার করেছিলেন, এক শব্দে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিকে ব্যাখ্যা করতে।
যার উত্তর শোয়েব অবশ্য এক শব্দে দিতে পারেননি। বিরাটকে ব্যাখ্যায় শোয়েবের লেগেছে এক বাক্য, আর দুই শব্দ। ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ দুই শব্দে লেখেন, ‘লেজেন্ড অলরেডি'! বাংলায় যার অর্থ ‘ইতোমধ্যেই কিংবদন্তি।’
আধুনিক ক্রিকেটের ব্যাটারদের তালিকায় বিরাটের নাম অনেকের ওপরে। শচীন টেন্ডুলকারের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিংয়ে তিনি বড় নক্ষত্র। সেই কোহলিই গত আড়াই বছর ধরে রান খরায় ভুগছেন। কিক্রেটের কোন ফরম্যাটেই তিনি সেঞ্চুরি তো দূরের কথা হাফ-সেঞ্চুরিও আসছে রয়েসয়ে।
বিডি প্রতিদিন/নাজমুল