টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফাইনালিস্ট বেছে নিয়েছেন রিকি পন্টিং। শুধু তাই নয়, কোন দল জিতবে তাও বলে দিলেন তিনি। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার এমন তথ্যই জানিয়েছেন। তার ধারণা, এবারের বিশ্বকাপ জিতবে অস্ট্রেলিয়া।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল হিসেবে দুর্দান্ত ছিল অস্ট্রেলিয়া। আরব আমিরাতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পুরো আসর জুড়েই দাপট দেখিয়েছিল অ্যারন ফিঞ্চের দল। এবার ঘরের মাটিতে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে নামবে অজিরা।
পন্টিং বলেন, আমার মনে হয় ভারত ও অস্ট্রেলিয়া এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে। আর ফাইনালে জিতবে অস্ট্রেলিয়া। গত বারের চ্যাম্পিয়নরা ঘরের মাঠে খেলার সুযোগ পাবে। বিদেশের মাটিতে গত বারের জয় তাই একটু বেশি আনন্দের। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়া জিতবে সেটা ভাবিনি। কিন্তু ওরা করে দেখিয়েছে।
২০০৩ সালে একদিনের ক্রিকেটে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল হয়েছিল। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন পন্টিং। ভারতকে হারানোর পেছনে তার বিরাট ভূমিকা ছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের সেই দুই দলের ফাইনাল হবে বলে মনে করছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই