ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদস্যপদ পেল আরও তিনটি দেশ। এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরিকোস্টকে সহযোগী সদস্যের মর্যাদা দেওয়া হয়েছে।
মঙ্গলবার বার্মিংহামে আইসিসির বার্ষিক সম্মেলনে তাদের সদস্যপদের মর্যাদা দেওয়া হয়। ক্রিকেটের অভিভাবক সংস্থার মোট সদস্য সংখ্যা এখন ১০৮ এ দাঁড়াল, যার মধ্যে ৯৬টি দেশ সহযোগী সদস্য।
আইসিসির সদস্যপদ পেতে কোনো দেশকে সংস্থাটির নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে হয়। সেখানে ঘরোয়া ক্রিকেটে সঠিক কাঠামো থাকার পাশাপাশি ৫০ ও ২০ ওভারের টুর্নামেন্টের আয়োজন করতে হবে। তাছাড়া নিশ্চিত করতে হয় জুনিয়র ও মেয়েদের ক্রিকেটে সাফল্য অর্জনের জন্য স্পষ্ট পরিকল্পনা। নতুন তিনটি দেশ আইসিসির এসব শর্ত পূরণ করেছে।
বিডি প্রতিদিন/এমআই