ওয়েস্ট ইন্ডিজকে তাদের নিজেদের মাটিতে তিন ম্যাচ ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল ভারত।
সেই ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষবার একদিনের ক্রিকেটে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল ভারত। সেসময় ভারতের অধিনায়ক ছিলেন কপিল দেব। তারপর মাঝখানে কেটে গেছে দীর্ঘ ৩৯ বছর।
অবশেষে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করল শিখর ধাওয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আবারও একদিনের ক্রিকেটে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। ডাকওয়ার্থ লুই পদ্ধতিতে তৃতীয় ওডিআই ১১৯ রানে জিতল ভারত। এর মধ্য দিয়ে একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে ছিনিয়ে নিল তারা।
শিখর ধাওয়ানের নেতৃত্বে টিম ইন্ডিয়া প্রথম দুটো ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়েই ছিল। বুধবার তৃতীয় একদিনের ম্যাচ খেলা হয়। এই ম্যাচে ভারত ৩৬ ওভারে তিন উইকেট হারিয়ে ২২৫ রান করতে পেরেছিল। এরপর বৃষ্টির কারণে বেশ অনেকক্ষণই খেলা বন্ধ রাখতে হয়। অবশেষে ভারতের ইনিংস শেষ বলে ঘোষণা করা হয়। এরপর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে উইন্ডিজের সামনে ৩৫ ওভারে ২৫৭ রানের টার্গেট দেওয়া হয়। পাশাপাশি একথাও বলে দেওয়া হয় যে ভারতের সর্বাধিক পাঁচজন বোলার ৭ ওভার করে বল করতে পারবেন।
তবে ওয়েস্ট ইন্ডিজ ২৬ ওভারে অল-আউট হয়ে যায়। স্কোরবোর্ডে তখন ক্যারিবিয়ানদের মোট দলীয় রান ১৩৭। ফলে ১১৯ রানের বড় ব্যবধানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ।
বিডি প্রতিদিন/কালাম