যিনি আউট হতে পারতেন শূন্য রানে, সেই ফিন অ্যালেন খুনে ব্যাটিংয়ে করলেন সেঞ্চুরি। সঙ্গে জেমস নিশামের শেষের তাণ্ডবে নিউজিল্যান্ড পেল বড় পুঁজি। পরে বোলারদের নৈপুণ্যে অনায়াস জয়ে সিরিজে এগিয়ে গেল কিউইরা। আয়ারল্যান্ডে সীমিত ওভারের ছয় ম্যাচের সবগুলো জিতে আসা নিউজিল্যান্ডের স্কটল্যান্ড সফরের শুরুটাও হলো দারুণ। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার তারা জিতল ৬৮ রানে।
স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় বুধবার (২৭ জুলাই) নিউজিল্যান্ড ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ২২৫ রান। টি-টোয়েন্টিতে যা তাদের চতুর্থ সর্বোচ্চ স্কোর। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে ৫৬ বলে ১০১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা অ্যালেন। ২৩ বছর বয়সী এই ওপেনারের ইনিংসটি গড়া ৬ ছক্কা ও ৮ চারে। জবাবে স্বাগতিকরা ৮ উইকেটে করতে পারে ১৫৭। ২৮ রানে ৪ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফলতম বোলার লেগ স্পিনার ইশ সোধি।
টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড ইনিংসের তৃতীয় বলে হারাতে পারত উইকেট। নিজের বলে অ্যালেনের ক্যাচ নিতে পারেননি বাঁহাতি স্পিনার হামজা তাহির। জীবন পেয়ে অ্যালেন মেলে ধরেন নিজেকে। তার ও মার্টিন গাপটিলের ব্যাটে নিউ জিল্যান্ড পায় উড়ন্ত সূচনা। নবম ওভারে ৮৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে গাপটিলের বিদায়ে। ৩১ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অভিজ্ঞ ওপেনার করেন ৪০ রান। অ্যালেন ফিফটি পূর্ণ করেন ৩৩ বলে। পরের পঞ্চাশে যেতে তার লাগে কেবল ২১ বল। মার্ক ওয়াটকে বাউন্ডারি মেরে তিন অঙ্ক ছোঁয়ার পরপরই স্টাম্পড হয়ে ফেরেন তিনি।
এরপর চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও নিশামের ১৫ বলে ৪৮ রানের বিস্ফোরক জুটিতে দুইশ ছাড়ায় সফরকারীদের স্কোর। নিশাম স্রেফ ৯ বলে ৩ ছক্কা ও ২ চারে করেন ৩০ রান। মিচেল ১৩ বলে ২ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন। গ্লেন ফিলিপসের ব্যাট থেকেও আসে ২৩ রান। বড় ঝড় বয়ে যায় স্কটিশ পেসার ক্রিস সোলের ওপর দিয়ে। ৫ ছক্কা ও ৭ চার হজম করে ৪ ওভারে তিনি দেন ৭২ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে তার চেয়ে বেশি রান দিয়েছেন কেবল একজন। ২০১৯ সালে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান দেন শ্রীলঙ্কান পেসার কাসুন রাজিথা।
রান তাড়ায় ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন জর্জ মানজি ও ক্যালাম ম্যাকলয়েড। নবম ওভারে এ জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারায় স্কটল্যান্ড। তাই লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি তারা। ম্যাকলয়েড সর্বোচ্চ ৩৩ রান করেন ২৪ বলে। ক্রিস গ্রিভস করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান। সোধির ৪টি ছাড়া বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ২৩ রানে নেন ২ উইকেট। আগামীকাল শুক্রবার একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২২৫/৫ (গাপটিল ৪০, অ্যালেন ১০১, ফিলিপস ২৩, মিচেল ২৩*, নিশাম ৩০, ব্রেসওয়েল ০; হামজা ৩-০-২৮-১, সোল ৪-০-৭২-১, শরিফ ৪-০-৪৮-০, ওয়াট ৪-০-৩২-১, গ্রিভস ৪-০-৩১-০, বেরিংটন ১-০-১৩-১)
স্কটল্যান্ড: ২০ ওভারে ১৫৭/৮ (মানজি ২৮, ম্যাকলয়েড ৩৩, হারিস ৭, বেরিংটন ২, ক্রস ৩, গ্রিভস ৩১, লিস্ক ১২, ওয়াট ১৭*, শরিফ ১৪, সোল ২*; ফার্গুসন ৪-০-৩৫-১, ব্রেসওয়েল ৩-০-২৪-০, সিয়ার্স ৩-০-২৭-১, নিশাম ২-০-১৭-০, সোধি ৪-০-২৮-৪, স্যান্টনার ৪-০-২৩-২)
ফল: নিউ জিল্যান্ড ৬৮ রানে জয়ী
সিরিজ: দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে নিউজিল্যান্ড
ম্যান অব দা ম্যাচ: ফিন অ্যালেন
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ