সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ব্যাট হাতে আগের মতো জলে উঠতে পারছেন না ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার বিরাটের পাশে দাঁড়ালেও অনেকের আক্রমণের মুখে পড়েছেন তিনি।
খারাপ ফর্মের পাশাপাশি বেশ কিছু সিরিজ থেকে বিশ্রামও নিয়েছেন তিনি। এসবের কারণেও অনেকের চক্ষুশূল হয়েছেন কোহলি। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার স্কট স্টাইরিস নতুন করে বিরাটকে নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ব্যাটিংয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার উদ্দেশ্যে জিম্বাবুয়ে সফরে পাঠানো হতে পারে বিরাটকে। বুধবারই ভারতীয় দলের সাবেক সদস্য প্রজ্ঞান ওঝা জানিয়েছিলেন, আর বিশ্রাম নেবেন না বিরাট। আসন্ন সব সিরিজেই খেলবেন তিনি।
তার এই কথার পরে ক্রিকেট মহলে জল্পনা আরও বেড়ে যায়, তাহলে কি জিম্বাবুয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধেও খেলবেন বিরাট? সাধারণত তুলনামূলক দুর্বল দলগুলোর বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামায় ভারত। সেই কথার পরিপ্রেক্ষিতেই স্টাইরিস বিস্ফোরক মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, আমার মনে হয়, বিরাট কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকলেই ভালো করবে। জিম্বাবুয়ে সফরে গেলেও বিরাটের খুব বেশি লাভ হবে না। ওখানে হয়তো সস্তা একটা সেঞ্চুরি করবে বিরাট। হারানো আত্মবিশ্বাসের কিছুটা ফিরে আসবে। কিন্তু তাতেও ওর আশপাশের পরিস্থিতি পাল্টে যাবে না। তবে এখনো আমি মনে করি ভারতের সাফল্যে বিরাটের অবদান থাকবেই।
দল নির্বাচন নিয়েও মুখ খুলেছেন স্টাইরিস। তিনি বলেছেন, একটা দল বানাতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয়। শুধু সেরা খেলোয়াড়দের বেছে নিলেই হয় না। বিশ্বকাপের আগে কোহলির ফর্মে ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্যই ক্রিকেট থেকে লম্বা বিরতি নিয়ে তরতাজা হয়ে ফিরে আসা দরকার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের নিশ্চয়ই কিছু পরিকল্পনা রয়েছে। সেই মতো কাজ করতে গেলে একশো শতাংশ প্রস্তুতি থাকা দরকার প্রত্যেকটি খেলোয়াড়ের।
তবে আদৌ বিরাট জিম্বাবুয়ে সফরে যাবেন কিনা, তা নিয়ে এখনো বোর্ড থেকে কিছু জানানো হয়নি। কিন্তু ভক্তরা অধীর আগ্রহে চেয়ে রয়েছেন, তাদের কোহলি আবার ব্যাট হাতে দাপট দেখাবেন। কবে সেই আশা পূরণ হবে, তার উত্তর দেবে সময়।
বিডি প্রতিদিন/এমআই