ব্রিটেনের বার্মিংহামে জমকালো আয়োজনে কমনওয়েলথ গেমস ২০২২ এর পর্দা উন্মোচিত হয়েছে। ২৮ জুলাই থেকে শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।
বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত হয়ে বক্তৃতা দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। অনুষ্ঠানে তিনি শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছে ১০ মিটার লম্বা অ্যানিমেট্রনিক ষাঁড়। বার্মিংহাম এবং কমনওয়েলথের সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপন করার অংশ হিসেবে ষাঁড়টিকে অনুষ্ঠানের মঞ্চে নিয়ে আসা হয়।
কমনওয়েলথ গেমসে ৭২টি দেশ ও অঞ্চলের ৫ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেবেন।
তারা বিভিন্ন বিভাগে ২৮০টি পদকের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন আজ শুক্রবার থেকে।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা