আফগানিস্তানের রাজধানী কাবুলের ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া লিগের একটি ম্যাচ চলাকালীন মাঠেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন দর্শক আহত হয়েছেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, শুক্রবার টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপেজা লিগে একটি ম্যাচ চলাকালীন এ বিস্ফোরণ হয়। এতে দর্শকদের মধ্যে চারজন বেসামরিক নাগরিক আহত হন।
তিনি আরও জানান, এসিবি স্টাফ ও খেলোয়াড়রা নিরাপদে রয়েছেন।
সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ