১৬ আগস্ট, ২০২২ ০৮:১৫

এশিয়া কাপ: মাহমুদুল্লাহর জায়গা হবে একাদশে?

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ: মাহমুদুল্লাহর জায়গা হবে একাদশে?

মাহমুদুল্লাহ রিয়াদ (ফাইল ছবি)

এশিয়া কাপের স্কোয়াডে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন কি না তা নিয়েই ছিল অনেক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ১৭জনের দলে রাখা হয়েছে তাকে। জিম্বাবুয়ে সফরে ‘বিশ্রামে’ থাকায় অধিনায়ক ছিলেন না। এশিয়া কাপেই নেতৃত্ব থেকে বাদ পড়েছেন পুরোপুরি।

কিন্তু একাদশে তার জায়গা এখনও অনিশ্চিত। প্রথমত অধিনায়ক তিনি নন, তার ওপর দলে মিডল-অর্ডার ব্যাটারও আছেন তুলনামূলক বেশি। যদিও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছেন, একাদশে জায়গা আছে রিয়াদের। কারণ হিসেবে বলছেন অভিজ্ঞতা।  

সোমবার তিনি বলেছেন, ‘মাহমুদুল্লাহর জন্য জায়গা তো থাকবেই। অভিজ্ঞতা আছে, এই ফরম্যাটে অনেক ম্যাচ খেলেছে। আমার মনে হয় ১২০টার মতো ম্যাচ খেলেছে। অভিজ্ঞতা তো আছেই। ব্যাটার আমরা অনেককে নিয়েছি, আমি যেটা বারবার বলছি পজিশন ফিক্সড করার কথা বলছি না যে কে কোথায় ব্যাট করবে। রিয়াদকে হয়তো উপরে ব্যাট করতে হতে পারে, হয়তো সাত আটে করবে। আপনি জানেন না কোথায় করাবো।’

‘আমরা ওইভাবে বসিনি। যাওয়ার আগে ম্যাচ সিনারিওতে আমরা দুটি প্র্যাক্টিস করতে চাই। সবাইকে সবার দায়িত্বটা এবার বুঝিয়ে দেবো। আমাদের কী প্রত্যাশা, সেটাও স্পষ্ট করে বলা হবে। তাদের কাছে কী চাই। ১০৬-১০ স্ট্রাইক রেটে ব্যাট করে আপনি আন্তর্জাতিক ক্রিকেট জিততে পারবেন না। আপনার ১৪০-৫০ এ ব্যাট করতে হবে। আপনি যদি আন্তর্জাতিক ক্রিকেট অনুসরণ করেন, তাদের নাম্বার ৬-৭ কী স্ট্রাইক রেটে ব্যাট করে, টপ অর্ডাররা কততে ব্যাট করে।’ 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর