২২ ও ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল দল ফিফা প্রীতি ম্যাচ খেলবে কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে। সেই দুই ম্যাচ সামনে রেখে আজ বৃহস্পতিবার দল ঘোষণা করা হয়েছে। ২৭ সদস্যের প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোহামেডানের মিডফিল্ডার শাহরিয়ার ইমন।
চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা আগেরবার ডাক পেলেও পাসপোর্ট সমস্যায় শেষ পর্যন্ত ছিটকে গিয়েছিলেন, এবার তাকেও দলে রাখা হয়েছে। দলে ফিরেছেন তারিক কাজী, মাসুক মিয়া, সুমন রেজা, মতিন মিয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
২৭ জনের প্রাথমিক দলে বসুন্ধরা কিংসের খেলোয়াড় ১২ জন। রানার্সআপ আবাহনীর আছে তিনজন। সাইফ স্পোর্টিংয়ের ৪ জন। শেখ রাসেলের আছে তিনজন। শেখ জামালের দুজন এবং মোহামেডান, চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশের একজন।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে যারা আছেন গোলকিপার: আনিসুর রহমান, মোহাম্মদ নাইম, আশরাফুল ইসলাম, মাহফুজ হাসান। রক্ষণভাগ: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন, রিয়াদুল রাফি, রহমত মিয়া, রিমন হোসেন, রায়হান হোসেন ও ইশা ফয়সাল। মাঝমাঠ: সোহেল রানা (সিনিয়র), জামাল ভূঁইয়া, মাশুক মিয়া, আতিকুর রহমান, সোহেল রানা (জুনিয়র), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও বিপলু আহমেদ। ফরোয়ার্ড: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ,শাহরিয়ার ইমন, রাকিব হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম।
বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ছয় ম্যাচ খেললেও এখনো একটি জয়ও পায়নি বাংলাদেশ। চারটি হার, দুটিতে ড্র।
বিডি প্রতিদিন/নাজমুল