এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচে শুরুতেই টাইগার শিবিরে আঘাত। আফগান স্পিনার মুজিবুর রহমানের বলেই আউট হলেন বাংলাদেশের ওপেনার নাঈম শেখ। মুজিবের দ্বিতীয় ওভারেই ব্যক্তিগত চার রানে ফিরেছেন আরেক ওপেনার এনামুল বিজয়।
৮ বলে ৬ রান ছয় রান করতে পেরেছিলেন অনেক দিন পর দলে ফেরা নাঈম।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ।
দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ও উইকেট কিপার মুশফিকুর রহিম। ফিরেছেন ওপেনার নাঈম শেখ, অলরাউন্ডার সাউফউদ্দিন। স্কোয়াডে থাকলেও সাকিবের দলে জায়গা পাননি সাব্বির রহমান, নাসুম আহমেদও আছেন দলের বাইরে।
বাংলাদেশের একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
বিডি প্রতিদিন/নাজমুল