নির্ধারিত সময়ের চেয়ে বোলিংয়ে বেশি সময় নেওয়ায় মাঠেই শাস্তি বা ‘ইন-ম্যাচ পেনাল্টি’ পেয়েছিল ভারত-পাকিস্তান উভয় দল। এবার এশিয়া কাপের মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানাও করা হয়েছে ভারত-পাকিস্তানকে।
বাবর আজম ও রোহিত শর্মার দলের ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা হচ্ছে।
আজ বুধবারই শাস্তির বিষয়টি বিবৃতিতে জানিয়েছে আইসিসি। দুই দলই নিজেদের ইনিংসে নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করে। এতে ম্যাচ চলাকালীনই শাস্তির মুখে পড়ে তারা। শেষের তিন ওভার ৩০ গজ বৃত্তের বাইরে চার জনের বেশি ফিল্ডার রাখতে পারেনি ভারত ও পাকিস্তান।
আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম নিজেদের ভুল স্বীকার করে নেন। এতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
রোমাঞ্চকর ম্যাচটিতে রবীন্দ্র জাজেদা-হার্দিক পান্ডিয়া নৈপুণ্যে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ভারত।
বিডি প্রতিদিন/নাজমুল