এশিয়া কাপের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হংকং। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া দলটির বিপক্ষে ১৩ ওভার তিন বলে দুই উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে রোহিতরা।
১২.৬ ওভারে মুহাম্মদ গজনফরের বলে উইকেটকিপার ম্যাকেচনির হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ২টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৩৬ রান করে মাঠ ছাড়েন রাহুল। ভারত ৯৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। এর আগে, পঞ্চম ওভারে আয়ুশ শুক্লার বলে বিভ্রান্ত হয়ে মিডঅনে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন রোহিত।
উল্লেখ্য, এশিয়ার শ্রেষ্টত্বের লড়াইয়ে ভারতের বিপক্ষে একবারই খেলার সুযোগ পেয়েছিল হংকং। এক যুগের বেশি সময় আগে, ২০০৮ সালে মুখোমুখি হওয়া ওই ম্যাচে হংকংকে ২৫৬ রানের ব্যবধানে হারিয়েছিল ভারত।
বিডি-প্রতিদিন/শফিক