অনেকেই মনে করেছিলেন হংকংয়ের বিরুদ্ধে খুব বেশি পরিশ্রম না করেই জিতে যাবে ভারত। বাস্তবে তা একেবারেই হলো না।
দুই ইনিংস মিলিয়ে খেলা হলো সেই ৪০ ওভারই। গতবারের এশিয়া কাপের মতো এবারও ভারতের রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়ে গেল হংকং। জয় যদিও অধরাই থেকে গেল তাদের। তবে ভারতের বোলিং নিয়ে খুশি নন অধিনায়ক রোহিত শর্মা। তার মতে, বোলিং আরও ভারো করে করা উচিত ছিল।
পাকিস্তানের বিরুদ্ধে ১০টি উইকেটই নিয়েছিলেন পেসাররা। এ দিন ভুবনেশ্বর ভারো বল করলেও অর্শদীপ এবং আবেশ খান প্রত্যাশা পূরণ করতে পারেননি। হংকংয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে আবেশ খান চার ওভারে ৫৩ রান দেন। অর্শদীপ সিংহ চার ওভারে ৪৪ রান দিয়েছেন।
ম্যাচশেষে সেই প্রসঙ্গে রোহিত বলেন, “আমরা ব্যাট করতে নেমে শুরুটা খুবই ভারো করেছিলাম। দিনের শেষে হংকংয়ের সামনে একটা বড় লক্ষ্যমাত্রা দিয়েছিলাম। তবে বোলিং বিভাগে আরও ভালো খেলা উচিত ছিল আমাদের।'
বিরাট কোহলী এ দিন অর্ধশতরান পেয়েছেন। তবে সূর্যকুমার যাদব আবারও প্রচারের আলো কেড়ে নিয়েছেন। তার সম্পর্কে রোহিত বলেন, “ও আজ যে ইনিংস খেলেছে, তা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। শব্দ কম পড়বে। মাঝেমাঝেই ও এ ধরনের ইনিংস খেলে দেয়। ওর আত্মবিশ্বাস অনেক বেশি। ভয়ডরহীন হয়ে ব্যাট করতে নামে। গোটা মাঠের চারদিকে শট খেলতে পারে। আজও সেটা দেখতে পেলাম।”
বিডি-প্রতিদিন/জুনাইদ আহমেদ