ঘরের মাঠে কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। নিউক্যাসেলের বিপক্ষে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা লিভারপুলকে রক্ষা করলেন ফাবিও কারভালহো। ২-১ ব্যাবধানে জিতে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
অ্যানফিল্ডে ম্যাচের ৩৮ মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল। নিউক্যাসেলকে এগিয়ে নেন অ্যালেক্সান্ডার ইসাক। লংস্টাফের বাড়ানো পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের গতির শটে জাল খুঁজে নেন নিউক্যাসেলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা ইসাক। ম্যাচের ৬১ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনো। মোহাম্মদ সালাহর বাড়ানো পাসে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
ম্যাচের শেষ দিকে দেখা মিলে নাটকীয়তা। নিশ্চিত ড্র'য়ের পথে এগোনে ম্যাচ নেয় নতুন মোড়। দ্বিতীয়ার্ধের যোগ করা অষ্টম মিনিটের মাথায় লিভারপুলের জয়সূচক গোল এনে দেন বদলি নামা ফাবিও কারভালহো। কর্নার থেকে আসা বল বক্সের ভেতর সালাহর মাথা ছুঁয়ে হাওয়ায় ভাসতে থাকা বল জটলার মধ্য থেকে ডান পায়ের গতির ভলিতে জালে জড়ান পর্তুগিজ এই ফুটবলার। এতে উন্মাদনায় ভাসে অ্যানফিল্ডে থাকা সমর্থকেরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ