ইউরোপীয় ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের সময় শেষ হয়ে যাচ্ছে আজই। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও ভিন্ন কোনো দলে যেতে পারেননি।
যদিও রোনালদো ইউনাইটেড ছাড়ার অনেক চেষ্টা করেছিলেন বলেই শোনা যায়। কিন্তু ইউনাইটেড তাকে ছাড়তে খুব একটা আগ্রহী ছিল না। রোনালদোও শেষ পর্যন্ত পছন্দের কোনো ক্লাব খুঁজে পাননি। তাই আপাতত রোনালদোকে থাকতে হচ্ছে ইউনাইটেডেই।
রোনালদোর বিষয়ে রেড ডেভিলদের কোচ টেন হাগ বলেছেন, ‘(এটা) পরিষ্কার, অবশ্যই। আমি আগেও বলেছি, আমাদের ভালো মানের খেলোয়াড় দরকার, সব ম্যাচে (বদল করে) খেলানোর জন্য যথেষ্ট খেলোয়াড় দরকার, ধারাবাহিকতা ধরে রাখার জন্যও। আমরা এই চেষ্টাই করে যাচ্ছি।’
ইংলিশ ক্লাবটি এখনো এক বছর চুক্তির মেয়াদ বাকি রোনালদোর। আপাতত তাই তাঁকে প্রথমবারের মতো ইউরোপা লিগে খেলেই সন্তুষ্ট থাকতে হবে বলেই ধরে নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল