সিঙ্গাপুরের হয়ে খেললেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি মাতাবেন অস্ট্রেলিয়ার হয়ে। গল্পটা টিম ডেভিডের। সিঙ্গাপুরের হয়ে ১৪টি টি-টোয়েন্টিতে চারটি ফিফটিসহ ৪৬.৫০ গড়ে ৫৫৮ রান করে এই ব্যাটার।
বৃহস্পতিবার সকালে ১৫ সদস্যের দল দিয়েছে অস্ট্রেলিয়া। সেই দলে টিম ডেভিডকে জায়গা করে দিতে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সদস্য লেগ স্পিনার মিচেল সোয়েপসন। সিঙ্গাপুরে জন্ম নেওয়া ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার মিডলঅর্ডার ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলে অভিষেকের অপেক্ষায় আছেন। এ ছাড়া গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দল থেকে আর কেউ বাদ পড়েননি।
ডেভিডের মা–বাবা অস্ট্রেলিয়ান হলেও তাঁর জন্ম সিঙ্গাপুরে। মা–বাবার সঙ্গে অস্ট্রেলিয়ার পার্থে বসতি গাড়েন ডেভিড দুই বছর বয়সে। সেই থেকে সেখানেই বেড়ে উঠেছেন। তবে ২৬ বছর বয়সী ডেভিড আন্তর্জাতিক ক্রিকেট খেলতে শুরু করেন সিঙ্গাপুরের হয়ে। ২০১৯ সালের জুলাইয়ে কাতারের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক।
পিএসএল-আইপিএলের পর টি-টোয়েন্টি ব্লাস্টেও জাত নিয়েছেন ডেভিড। ল্যাঙ্কাশায়ারের হয়ে ১৭৪.৫৭ স্ট্রাইক রেটে করেছেন ৪০৫ রান। টুকটাক বলও করতে পারে ডেভিড, স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২১ ম্যাচ খেলে অফ স্পিন বোলিং করা ডেভিড ১২ উইকেট নিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল