দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে সময় আছে এখনও দেড় মাস। তবে এই লম্বা সময় হাতে রেখেই আসন্ন বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
সেই দলে সবচেয়ে আলোচিত নাম টিম ডেভিড। সিঙ্গাপুরের সঙ্গে ১২টি টি-টোয়েন্টি খেলা বিস্ফোরক ব্যাটসম্যান অবশেষে জায়গা পেলেন অস্ট্রেলিয়া দলে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস্ট স্টয়নিস, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, জশ ইংলিস, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড, কেন রিচার্ডসন।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ অক্টোবর, সিডনিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
বিডি প্রতিদিন/নাজমুল