কে আগে ব্যাট করতে নামবেন, বুঝতে পারছেন না দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্তে। দু’জনেই প্যাড-গ্লাভস পরে তৈরি। পন্তে ভাবছেন তিনি আগে নামবেন, হার্দিক ভাবছেন তিনি। অন্যদিকে দল থেকে আগে হার্দিককে নামার নির্দেশ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে এমন বিভ্রান্তির চিত্র ধরা পড়েছে ভারতীয় দলে।
ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মা আউট হন। দলের ব্যাটিং অর্ডার অনুযায়ী, পাঁচ নম্বরে ব্যাট করতে নামার কথা পন্তের। সে অনুসারে গ্লাভস পরে ফেলেছিলেন তিনি। হঠাৎ দেখা যায়, ডাগআউট থেকে কেউ একজন হার্দিককে নামার নির্দেশ দিচ্ছেন। কে নির্দেশ দিচ্ছেন, তার মুখ দেখা না গেলেও মনে করা হচ্ছে, দলের কোচ রাহুল দ্রাবিড়ই ডাগআউট থেকে নির্দেশ দিচ্ছিলেন।
সবুজ সংকেত পেয়ে গ্লাভস পরে নামার প্রস্তুতি নেন হার্দিক। তখনই দেখা যায়, মুখ শুকিয়ে গেছে পন্তের। পেছনের চেয়ারে বসে পড়েন তিনি। আড়চোখে তাকাতে থাকেন হার্দিকের দিকে। দাঁত দিয়ে নখ কাটতে থাকেন। দেখে বোঝা যাচ্ছিল, ব্যাট করতে নামতে না পেরে কতটা বিভ্রান্ত ও হতাশ তিনি।
তবে আগে ব্যাট করতে নেমে বিশেষ সুবিধা করতে পারেননি হার্দিক। ১৩ বলে ১৭ রান করে আউট হন তিনি। অন্যদিকে ছ’নম্বরে ব্যাট করতে নেমে পন্তেও ১৩ বলে ১৭ রান করে আউট হন। দুই ব্যাটার আউট হয়ে যাওয়ায় বড় রান করতে পারেনি ভারত। ১৭৩ রানে থেমে যায় রোহিতদের ইনিংস। তবে হার্দিক-পন্তের এই ঘটনা প্রমাণ করে দিল, দলের ক্রিকেটাররাও নিজেদের ভূমিকা নিয়ে বিভ্রান্ত। কে কখন ব্যাট করতে নামবেন, নিজেরাও বুঝতে পারছেন না তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল