বর্তমানে চলছে এশিয়া কাপের লড়াই, এরপর আসছে ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট লড়াই। চার-ছক্কার খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসবে অস্ট্রেলিয়ায়। এই আসর সামনে রেখেই চলছে নানা আলাপ, জল্পনা-কল্পনা।
এদিকে, এশিয়া কাপ থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দল আগামী ১২ তারিখ থেকে অনুশীলনে নামছে। তার আগে আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি মনে করেন বিশ্বকাপ জয়ের সক্ষমতা রয়েছে বাংলাদেশ দলের। সুজন বলেন, এশিয়া কাপের দুঃস্মৃতি ভুলে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এখানেই শেষ নয়, টাইগারদের বিশ্বকাপ জয়ের সক্ষমতাও রয়েছে, বিশ্বাস তার।
তিনি বলেন, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে অবশ্যই ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি আমরা, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। হয়তো ৬ মাস কিংবা ১ বছর সময় লাগবে। আমি চাই ব্যাটাররা সাহসিকতা নিয়ে খেলুক। টি-টোয়েন্টিতে স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা।
বিডি-প্রতিদিন/শফিক