আউট হয়ে আফগানিস্তানের বোলারকে মারতে গিয়েছিলেন আসিফ আলি। প্রবল চাপের মুখে আউট হয়ে গিয়ে ফারিদ আহমেদকে ব্যাট উঁচিয়ে মারতে যান পাকিস্তানের এই তারকা। তার জেরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সে ঘটনার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
বুধবার এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে আসিফ আলি যখন যে বলে আউট হন, তার আগে পর্যন্ত জয়ের জন্য পাকিস্তানের আট বলে ১২ রান বাকি ছিল। হাতে ছিল দুটি উইকেট। স্বভাবতই তার উইকেটই আফগানিস্তানের কাছে সব থেকে মূল্যবান ছিল। সেই পরিস্থিতিতে ফারিদের ঢিমেগতির বাউন্সারে হুক মারতে যান আসিফ। কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারেননি। ব্যাটের ওপরের অংশে লেগে বল শর্ট ফাইন লেগের দিকে চলে যায়। পেছনের দিকে দৌড়ে করিম জন্নত ক্যাচ নেন।
আসিফ আউট হওয়ার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ফারিদ-সহ আফগানিস্তানের খেলোয়াড়রা। আসিফের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফারিদ। তাতেই মেজাজ হারান আসিফ। ফারিদকে ধাক্কা মেরে দেন। ছেড়ে দেননি আফগান পেসারও। আসিফকে অনুসরণ করতে থাকেন। সম্ভবত কিছু বলতেও থাকেন। তারপরই পেছন ঘুরে ব্যাট উঁচিয়ে ফারিদকে মারতে যান পাকিস্তানের খেলোয়াড় আসিফ।
সেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলে আসেন আম্পায়ার এবং আফগানিস্তানের খেলোয়াড়রা। ফারিদ এবং আসিফকে সরিয়ে নিয়ে যান তারা। তাতেও অবশ্য ক্ষান্ত হননি পাকিস্তানের আসিফ। ব্যাট উঁচিয়ে ফারিদকে উদ্দেশ্য করে তাকে কিছু কথা বলতে দেখা যায়। সেইসময় আফগানিস্তানের খেলোয়াড়দের শান্ত হতে বলেন হাসান আলি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ