নেপাল জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সন্দীপ লামিছানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এক কিশোরীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ।
নেপাল পুলিশের এক মুখপাত্র তেক প্রসাদ রায়ের বরাত দিয়ে দ্যা কাঠমান্ডু পোস্ট বুধবার (৭ সেপ্টেম্বর) জানায়, গৌশালা পুলিশ সার্কেলে গত মঙ্গলবার অভিভাবকের উপস্থিতিতে অভিযোগ দায়ের করেন ১৭ বছর বয়সী ওই কিশোরী।
গত ২১ অগাস্ট ঘটনাটি ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। কাঠমান্ডু ভ্যালি পুলিশের প্রধান রবীন্দ্র প্রসাদ ধনুক জানান, এ ধরনের গুরুতর ঘটনাকে পুলিশ গুরুত্ব দিয়ে দেখে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়েছি। তদন্তও শুরু করে দিয়েছি।
লামিছানের ভক্ত ছিলেন ভুক্তভোগী কিশোরী। পুলিশের কাছে অভিযোগ করে মেয়েটি বলেন, হোয়াটসঅ্যাপ ও স্ন্যাপচ্যাটে তাদের কথা হতো। দুইজনের মধ্যে বন্ধুত্ব হওয়ার পর লামিছানে তাকে দেখা করতে বলেন।
অভিযোগে বলা হয়েছে, ২১ অগাস্ট সন্ধ্যায় ওই তরুণীকে নিয়ে একটি প্রাইভেট গাড়িতে করে নাগরকোটের উদ্দেশে রওয়ানা দেন লামিছানে। নাগরকোটে কিছুক্ষণ অবস্থানের পর মেয়েটি লামিছানেকে বারবার হোস্টেলে দিয়ে আসতে বলেন।
তাদের ফিরতে বেশি রাত হয়ে যাওয়ায় মেয়েটির হোস্টেল বন্ধ হয়ে যায়। এরপর তারা একটি হোটেলে রুম নেন। সেখানেই লামিছানে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী।
ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত লামিছানে এখন ওয়েস্ট ইন্ডিজে আছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে ভালো চাহিদা তার। আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল, পিএসএলেও খেলেছেন এই লেগ স্পিনার।
নেপালের হয়ে এখন পর্যন্ত ৩০ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের। লামিছানেকে নিয়ে এমন খবর পাওয়ার পর জরুরি সভা ডেকেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ